Posts

ঢাবি চান্স ও একটি হিসাব

Image
                                  ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল। পুরনো একটা নোট । ভর্তি পরীক্ষার্থীদের হয়ত কাজে দিবে। তাই শেয়ার করলাম। আমি কি চান্স পাবো? কেন পাবেন না ? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০ হাজার /৪০ হাজার পরীক্ষা দেয় -চান্স পাওয়া তো খুব কঠিন?..... একদম ই না .... কারণ যারা পরীক্ষা দেয় বেশিরভাগই পড়ালেখা করে না । সারাদিন ফেইসবুক/গেইমস/গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড নিয়ে ব্যাস্ত থাকে....তা না হলে ঢাবিতে ভর্তি পরীক্ষার পাস নম্বর ৪৮ আউট অফ ১২০ ( চোখ বন্ধ করে পরীক্ষা দিলে ৪৮ পাওয়া যায় ) ৪০ হাজারের মধ্যে মাত্র ৮/৯ হাজার পাস করে কেন?আর বেশিরভাগ স্টুডেন্ট বুয়েট মেডিকেল নিয়ে বেস্ত থাকে পরে আর ঢাবির জন্য প্রস্ততি নেয়ার সময় পায় না । আমার আত্মবিশ্বাস অনেক !!!!! আত্মবিশ্বাসী হোন কিন্তু অহংকারী হবেন না ...স্কুল কলেজে যে কিনা আপনার চেয়ে খারাপ ছিল সেও কিন্তু আপনার চেয়ে ভাল করতে পারে!আমি যখন কোচিং করতাম আমার ব্যাচের একটা মেয়ে খুব গর্ব করে বলত "আমি ফার্মেসীতে চান্স পাব''....সেই মেয়ে কিন্ত শেষ পর্যন্ত চান্স পায়নি....তাই আত্মবিশ্বাসী হোন কিন্তু অহংকারী হবেন না আমার স্কোর ৮

লক্ষ্য যখন কার্জন......

Image
ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির লাল বাস ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি বিশ্ববিদ্যালয় নয় একটি জাতির আবেগ,আকাঙ্ক্ষা,সংস্কৃ­তি,ইতিহাস সব কিছুই জড়িয়ে আছে।দেশের সবচেয়ে প্রচীন এ বিশ্ববিদ্যালয় টি শুধু একটি জাতিকে তৈরী ই করেনি তাদের দিয়েছে স্বাধীনতা,ভাষা,শিক্ষা­,সব।সব কিছুই মূলেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯২১ থেকে ঠায় দাঁড়িয়ে থাকা লাল ইটের কার্জন সেটার ই পরিচিয় দেয়।টিএসই,দোয়েলচত্বর­,মলচত্বর দিয়ে ঘেরা এই বিদ্যানিকেতন বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়। কেন পড়বঃ বিজয়ের সাজে কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে অনেক অনুষদ,বিভাগ,সাবজেক্ট।বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে এত সাবজেক্ট নেই,এত ছাত্র নেই। যদি তুমি বিঞ্জান বিভাগের সাব্জেক্ট এ পড়তে চাও তাহলে "ক" ইউনিট তোমার প্রথম পছন্দে থাকবে। কারন  বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের জন‍্য সর্বাধিক সংখ‍্যক সাবজেক্ট অধ‍্যয়নের সুযোগ রয়েছে ঢাকা বিশ্বব‍িদ‍্যালয়ের ক-ইউনিটে। এ বিশ্ববিদ‍্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ফার্মেসি, মাইক্রোবায়োলজি, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং, কেমিক‍্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রির মতো সাবজেক্টগুলোর

বুয়েট একটি স্বপ্ন ও তার প্রস্তুতি।

Image
বাংলাদেশের প্রকৌশল বি শ্ববিদ্যালয়( বুয়েট) বুয়েট ক্যাম্পাস কেন পড়বঃ বুয়েট কি যে আমাকে সেখানে পড়তেই হবে।বুয়েটে পড়তে হলে সেটা আগে জানা দরকার।  যদি তোমার স্বপ্ন থাকে একজন ইঞ্জিনিয়ার হবার, তাহলে অবশ্যই তোমার স্বপ্নের পরিধির একটা বড় জায়গা জুড়ে থাকে বুয়েট। শুধু কি একজন ভালো ইঞ্জিনিয়ার হবার জন্য? মোটেও না! বুয়েটে পড়লে তুমি পাবে সফলময় ভবিষ্যতের সাথে বোনাস হিসেবে মজাদার এক ক্যাম্পাস লাইফ।আছে হল লাইফ,হাজার হাজার ফেস্টিভাল, আছে সিনিয়র দের অনুপ্রেরনা,আছে  বিশ্বমানের ল্যাব,ফ্যাকাল্টি,অনেক গুলো সক্রিয় ক্লাব। ফজলুর রহমান খান, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, আইনুন নিশাত, ড. মোহাম্মদ কায়কোবাদ, আনিসুল হক, মুনির হাসান স্যারদের মত বড় মাপের মানুষরা যে রাস্তায় একসময় হেঁটেছেন বা হাঁটছেন, তুমিও হতে পারো তাঁদের উত্তরসূরী ! তাইলে দেরি কেন আজ ই আদা জল খেয়ে লেগে পড় স্বপ্নের বুয়েটের জন্য জন্য, বুয়েট তোমার ই অপক্ষায়।  আহসানুল্লাহ হল ফেস্ট ২০১৬ ভর্তী পরীক্ষা ও যোগ্যতাঃ  শুধু বুয়েটে পড়ার স্বপ্ন থাকলেই হবেনা ।দরকার কঠিন পরিশ্রম ও অধ্যাবসায় ।তাহলেই তুমি স্বপ্নের চূড়াই উঠতে পারবে।কারন বুয়েটে